নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট। এর জন্য দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ় বিভাগে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। যার নাম— ‘ডেভেলপিং নেচার বেস্ড সলিউশন ফর সাস্টেনেবল ইন্টিগ্রেটেড অ্যাকোফার্মিং ফর সার্কুলার বায়ো-ইকোনমি’। প্রকল্পটি কেন্দ্রীয় মৎস্যমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিসারিজ় ডেভেলপমেন্ট বোর্ড-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর।
পদগুলিতে আবেদনকারীদের জন্য বয়ঃসীমা ধার্য করা হয়নি। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সেস/ ফিশারি সায়েন্সেস/ অ্যানিম্যাল সায়েন্সেস/ এগ্রিকালচারাল সায়েন্সেস/ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তরের সঙ্গে গবেষণাধর্মী কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগামী ৯ জুন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ১১টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। তার আগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতেও সমস্ত নথি পাঠাতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।