কেন্দ্রের পরমাণু শক্তি দফতরের অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ- বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, একটি পদমর্যাদায় বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
সংস্থায় নিয়োগ হবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (গেট) পদে। মোট শূন্যপদ ৮০টি। নিযুক্তদের সংস্থার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশন/ মেকানিক্যাল/ সিভিল/ কেমিক্যাল-এর মতো বিভিন্ন বিভাগে কাজের সুযোগ মিলবে।
গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (গেট) পদে আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ বা ফার্স্ট ক্লাস থাকতে হবে।
আগ্রহীদের এর জন্য সসংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ৫ জুন আবেদনের শেষ দিন। এর পর কম্পিউটার নির্ভর পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।