আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পের কাজে অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ। প্রকল্পের নাম— ‘দ্য জল জীবন মিশন: এ পাথওয়ে টু অ্যাড্রেস ওয়াটার অ্যাভেলিবিলিটি, হেলথ প্রবলেমস অ্যান্ড ওয়েল বিয়িং ইন দ্য হিমালয়ান রিজিয়ন অফ দার্জিলিং’। এর জন্য অর্থ সাহায্য করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।
প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে প্রাথমিক ভাবে পাঁচ মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হতে হবে। সঙ্গে থাকতে হবে এমফিল বা পিএইচডি অথবা উত্তীর্ণ হতে হবে ইউজিসি নেট-এ।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।