এ বছরের জুন পর্বের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন)-এর ফলাফল প্রকাশিত হবে চলতি মাসেই। বুধবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ এই ঘোষণা করা হয়। এনটিএ জানিয়েছে, আগামী ২২ জুলাই প্রকাশিত হবে পরীক্ষার ফল।
পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এই ফল ঘোষণা করবে এনটিএ। পরীক্ষায় উত্তীর্ণেরা ওয়েবসাইটে নিজেদের ফল দেখার পাশাপাশি স্কোরকার্ড, পার্সেন্টাইল নম্বর দেখতে পারবেন। জানতে পারবেন তাঁরা ‘জুনিয়র রিসার্চ ফেলো’ (জেআরএফ) বা ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসাবে যোগ্যতালাভ করেছেন কিনা।
কী ভাবে ফল দেখবেন?
১) প্রথমে ugcnet.nta.nic.in -এ যেতে হবে।
২) সেখানে হোমপেজে ‘ইউজিসি নেট জুন ২০২৫ রেজাল্ট’-এর লিঙ্ক দেখা যাবে।
৩) সেখানে ক্লিক করে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ ও বছর, সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করলে স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।
৪) পরীক্ষার্থীরা এর পর স্কোরকার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন:
এ বছর ২৫ থেকে ২৯ জুনের মধ্যে দেশ জুড়ে ইউজিসি নেট-এর আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন শহরের বাছাই করা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। মোট ৮৫টি বিষয়ের উপর কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। তার দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।