বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট শাখার অন্য বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য একটি প্রবেশিকায় পাশ করতে হয়। রবিবার ৩০ নভেম্বর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) শীর্ষক ওই পরীক্ষা নেওয়া হবে। প্রবেশিকার জন্য কী কী নিয়ম পরীক্ষার্থীদের মেনে চলতে হবে, সে সম্পর্কে বিশদ জেনে নেওয়া প্রয়োজন।
২০২৫-এর পরীক্ষা মোট ১৭০টি শহরে নেওয়া হবে। তিনটি পর্বে পরীক্ষা হতে চলেছে। প্রথম পর্বের পরীক্ষা সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১০টা, দ্বিতীয় পর্বের পরীক্ষা বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে এবং শেষ ও তৃতীয় পর্বের পরীক্ষা বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। প্রথম পর্বে ভার্বাল এবিলিটি অ্যান্ড রিডিং কমপ্রিহেনশন, দ্বিতীয় পর্বে ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড লজিক্যাল রিজ়নিং, এবং তৃতীয় পর্বে কোয়ান্টিটেটিভ এবিলিটি বিষয়ে প্রশ্ন থাকছে। প্রতিটি পর্বের জন্য মোট ৪০ মিনিট বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে কোন কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে। মোট ২ লক্ষ ৯৫ হাজার পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওই কার্ড ডাউনলোড করার সুযোগ থাকছে।
পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তা এ-ফোর মাপের কাগজে প্রিন্ট করিয়ে আনতে হবে। সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট-এর মধ্যে যে কোনও একটি পরিচয়পত্রের নথি, এক কপি ছবি সঙ্গে রাখা দরকার। পরীক্ষার হলে পেন এবং স্ক্রিবল প্যাড দেওয়া হবে পরীক্ষার্থীদের। বাইরে থেকে ওই সামগ্রী নিয়ে হলে ঢুকতে পারবেন না তাঁরা।
এ ছাড়াও মোবাইল, স্মার্ট ওয়াচ, ঘড়ি, বৈদ্যুতিন সামগ্রী, ধাতব গয়নার মতো সামগ্রী পরীক্ষার হলে নিষিদ্ধ। এমন কোনও বস্তু পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে, তাঁর উত্তরপত্র এবং রেজিস্ট্রেশন বাতিল করা হবে।