Advertisement
E-Paper

জেনেটিক্স থেকে রাষ্ট্রবিজ্ঞান, স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এখনও, আবেদনের শেষ দিন কবে?

অনলাইনে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া চলছে। আবেদনের জন্য হাতে রয়েছে আর কয়েকটা দিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১০:৫০
There are multiple courses available for graduates.

স্নাতকদের জন্য রইল একাধিক কোর্সের সন্ধান। ছবি: সংগৃহীত।

পুজোর আগে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। অনলাইনে আবেদনের পোর্টাল সীমিত সময়ের জন্যই খোলা থাকছে। রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের পথে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ২০ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করবে।

এর মধ্যে রয়েছে কালিম্পং কলেজ। সেখানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে ৩১ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২ সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে চলেছে। আগ্রহীদের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়া প্রয়োজন।

তবে, বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় আবেদনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তও নিয়েছে। এই তালিকায় রয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের তরফে সংস্কৃত, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সোশ্যাল ওয়ার্ক, আইন, এডুকেশন, গণিতের মতো বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া চলছে। ৩১ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণের পর বাছাই করা পড়ুয়াদের নাম ২ সেপ্টেম্বর প্রকাশ করবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

তবে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আপাতত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করবে। ফি জমা দেওয়ার পর প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট হাতে পাবেন ওই ১০ অক্টোবর। অর্থাৎ পুরোদমে ক্লাস শুরু হতে চলেছে অক্টোবরে। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ় টিচিং, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো বিষয়ে স্নাতকোত্তর স্তরে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

এই একই পথে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এরপর ‘প্রভিশনাল ব্রড মেরিট লিস্ট’ প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হলেও নথি যাচাইয়ের কাজ ২৪ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-ও জানিয়েছেন, বিজ্ঞান শাখার বিষয়গুলির ক্ষেত্রে পরে যদি অনলাইনে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, তার বিজ্ঞপ্তি ৯ অক্টোবর প্রকাশ করা হবে। কাউন্সেলিং ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।

উল্লেখ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মনোবিদ্যা, জিয়োস্পেশিয়াল সায়েন্সেসের মতো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও শাস্ত্রীয় সঙ্গীত, আরবি, ফারসি, সাঁওতালি, মানবীবিদ্যা, শারীরশিক্ষা, ট্যুরিজ়মের মতো বিষয়েও স্নাতকোত্তর স্তরের কোর্স করানো হয়।

Kanyashree University NSOU Burdwan University Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy