পড়ুয়াদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং পেশায় প্রবেশের পথ সুগম করতে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন। এই বিষয়টিকে মাথায় রেখে সম্প্রতি লরেটো কলেজ এবং রানি বিড়লা গার্লস কলেজ মউ স্বাক্ষর করল। ২৮ এপ্রিল লরেটো কলেজের টিচার-ইন-চার্জ সিস্টার এ নির্মলা এবং রানি বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়, সংশ্লিষ্ট চুক্তির স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ শিবির এবং কর্মশালায় কলেজের পড়ুয়ারা যোগদানের সুযোগ পাবেন। এ ছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকারাও পাঠক্রম এবং পাঠ্যক্রমের বিষয়বস্তু, কেরিয়ার গাইডেন্স, ট্রেনিং মডিউল সম্পর্কিত বিষয় নিয়ে একসঙ্গে কাজ করবেন।
উপস্থিত ছিলেন কলেজের শিক্ষিকারাও। নিজস্ব চিত্র।
ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিয়োরেন্স সেল (আইকিউএসসি)-র কোঅর্ডিনেটর হিসাবে লরেটো কলেজের অমৃতা দাশগুপ্ত এবং রানি বিড়লা গার্লস কলেজের সুস্মিতা দাস এই চুক্তিতে গুরুত্বপূর্ণ সাক্ষরদাতা হিসেবে উপস্থিত ছিলেন। অমৃতা বলেন, “ভবিষ্যতের সার্বিক চাহিদার নিরিখে পড়ুয়াদের মেধা এবং দক্ষতার বিকাশ হওয়ার জন্য এই উদ্যোগ কার্যকরী প্রভাব ফেলতে চলেছে। এই চুক্তির কারণ জ্ঞান, অভিজ্ঞতার আদানপ্রদানের পথ সুগম হল।”
এ ছাড়াও উপস্থিত ছিলেন লরেটো কলেজ এবং রানি বিড়লা গার্লস কলেজের ভূগোল বিভাগের প্রধান সুষমা সহায় এবং কমলিকা পাল, যাঁরা চুক্তি স্বাক্ষরের বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন।