উচ্চ মাধ্যমিক স্তরে ভোকেশনাল বিষয়ের সিলেবাস ও নম্বরে পরিবর্তন করল ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং। ২০২৭ সাল থেকে ছাত্র-ছাত্রীদের 'ক্রাফট বেকার'' প্রশিক্ষণের উপর পরীক্ষা নেওয়া হবে বলে জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ভোকেশনাল কাউন্সিল অনুমোদিত ১৬টি বিষয় উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো হয়। এই বিষয়গুলির মধ্যে অন্যতম হল ফুড প্রসেসিং টেকনোলজি। যার মধ্যে এতদিন জ্যাম, জেলি, কেচ-আপ বানানোর প্রশিক্ষণ দেওয়া হত পড়ুয়াদের। আর ২০২৫ সাল থেকে যে সমস্ত পড়ুয়া ফুড প্রসেসিং টেকনোলজি বিষয় নিয়ে একাদশ শ্রেণিতে পড়াশোনা করবেন তাঁদের 'ক্রাফট বেকার' বিষয় পড়ানো ও ট্রেনিং দেওয়া হবে।
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "ভোকেশনাল কাউন্সিল বর্তমান চাহিদা অনুযায়ী তাদের সিলেবাসে পরিবর্তন এনেছে। পাশাপাশি সেমেস্টার অনুযায়ী নম্বর বিভাজনে পরিবর্তন করেছে। যা যুগোপযোগী।"
শুধু বিষয়ভিত্তিক সিলেবাস পরিবর্তন নয়। নম্বর বিভাজনেও বেশ কিছু পরিবর্তন এনেছে ভোকেশনাল কাউন্সিল। এত দিন পর্যন্ত ৭০ নম্বর প্র্যাকটিকাল এবং ৩০ নম্বর থিওরি পড়ানো হত ছাত্রছাত্রীদের। এ বার সেই নম্বরে পরিবর্তন করা হল ৫০ শতাংশ করে প্র্যাকটিকাল ও থিওরি নম্বর ভাগ করা হল। এ ছাড়াও সেমিস্টার পদ্ধতিতে নম্বর বিভাজনে পরিবর্তন করেছে ভোকেশনাল কাউন্সিল। এই নয়া পরিবর্তিত সিলেবাসে ২০২৫ সাল থেকে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা পড়াশোনা করবে। এবং ২০২৭ সালে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে।