চলতি বছর মেডিক্যাল স্নাতকে ভর্তির কাউন্সেলিংয়ের সূচি আবারও সংশোধন করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নির্ধারিত ওয়েবসাইটে। পরিবর্তিত হল দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া।
এ বছর যাঁরা নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডার গ্র্যাজুয়েশন) উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তাঁরাই নাম নথিভুক্ত করতে পারবেন। কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা সরকারি এবং বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস এবং স্নাতকস্তরের অন্য কোর্সে ভর্তি হতে পারবেন।
পরিবর্তিত সূচি অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে। কলেজগুলির জন্য কোর্স এবং আসন বাছাই (চয়েস ফিলিং) করা যাবে ৫ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে। পড়ুয়ারা ‘চয়েস লক’ করতে পারবেন ৯ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে রাত ১২টার মধ্যে। এর পর তাঁদের জন্য আসন বরাদ্দ করা হবে ১০ এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে। ১২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে আসন বরাদ্দের ফলাফল। নির্ধারিত প্রতিষ্ঠানে পড়ুয়াদের রিপোর্টিং করতে হবে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে। পড়ুয়াদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে নথি যাচাই করাতে হবে ২০ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে।
উল্লেখ্য, প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে যাঁদের জন্য ইতিমধ্যেই আসন বরাদ্দ করা হয়ে গিয়েছে, তাঁরা সেই আসনে ভর্তি হতে না চাইলে সেই আসন ছেড়েও দিতে পারেন। তবে তা করার জন্য নির্ধারিত সময় ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা।
আরও পড়ুন:
দ্বিতীয় রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন কী ভাবে?
১) আবেদনকারীদের নিজেদের নিট পরীক্ষার সমস্ত তথ্য দিয়ে প্রথমে লগ ইন করতে হবে।
২) এর পর দ্বিতীয় রাউন্ডের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
৩) পরবর্তী ধাপে নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বাছাই করতে হবে।
৪) এর পর নির্ধারিত সময়ের মধ্যে সেই পছন্দ ‘লক’ করতে হবে।
৫) ‘চয়েস লক’ করার পর কাউন্সেলিংয়ের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ‘কনফারমেশন পেজ’টি ডাউনলোড করে নিতে হবে।