দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের যোগ্যতা অর্জনের পরীক্ষা শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি - নেট) চলবে। ওই পরীক্ষা দেশের বাছাই করা কেন্দ্রে নেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড, সরকারি পরিচয়পত্র ছাড়া কোনও পরীক্ষার্থীকেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
পরীক্ষা শুরু হওয়ার ৯০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছোনোর নির্দেশ দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কারণ পরীক্ষার্থীদের আলাদা করে দেহতল্লাশি করা হচ্ছে। কোনও ধাতব পদার্থ সঙ্গে থাকলে, তা বাইরে রেখে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দিচ্ছেন কেন্দ্রে কর্মরত আধিকারিকেরা।
আরও পড়ুন:
২০২৫-২৬-এর ইউজিসি নেট মোট ৮৫টি বিষয়ে হচ্ছে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। বছরে দু’বার ওই পরীক্ষা নেওয়া হয়। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
প্রতি বছরই জুন ও ডিসেম্বরে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।