Advertisement
E-Paper

২০২৬-এ নিট ইউজি দেবেন! পাঠ্যক্রম অপরিবর্তিতই, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

আগামী বছর কবে নিট ইউজি-র আয়োজন করা হবে, তা এখনও জানানো হয়নি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ-র তরফে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অপরিবর্তিতই থাকছে মেডিক্যালে স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র পাঠ্যক্রম, জানাল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই ঘোষণা করা হয়েছে এনএমসি-র আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড (ইউজিএমইবি)-র তরফে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিদ্যা— কোনও বিষয় থেকেই কোনও অধ্যায় বাদ দেওয়া হয়নি। মেডিক্যালের এমবিবিএস বা স্নাতকের অন্য কোর্সে ভর্তির প্রবেশিকা দিতে যাতে পড়ুয়াদের অসুবিধা না হয়, সে জন্যই এই ব্যবস্থা। তাঁদের সুবিধার্থে nmc.org.in -এ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ পাঠ্যক্রম।

মূলত এনসিইআরইটি-র একাদশ এবং দ্বাদশের পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিদ্যার পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই নিট ইউজি-র প্রশ্নপত্র তৈরি করা হয়। তাই প্রস্তুতিও নিতে হয় এনসিইআরইটি-র বইগুলি পড়েই।

উল্লেখ্য, প্রতি বছরে মেডিক্যালের স্নাতকে ভর্তির এই প্রবেশিকার আয়োজন করে এনটিএ। পরীক্ষার জন্য বরাদ্দ সময় থাকে ১৮০ মিনিট। ওএমআর শিটের মাধ্যমে পেন ও পেপার পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা। গত কয়েক বছর ধরে একটিই শিফটে পরীক্ষার আয়োজন করা হয়। তবে আগামী বছর কবে, কখন নিট ইউজি-র আয়োজন করা হবে, তা এখনও জানানো হয়নি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ-র তরফে।

NEET UG NEET UG Syllabus National Medical Commission NEET UG 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy