এসএসসির রায় নিয়ে পুনর্বিবেচনার আবেদন বাতিল হওয়ার পর নতুন করে সংশোধনের আর্জি (কিউরিটিভ পিটিশন) জানাবেন না কর্তৃপক্ষ। নতুন নিয়োগের দিকেই মনোযোগ দিতে চায় স্কুল সার্ভিস কমিশন। তবে আদালতের এই নির্দেশে আইনি লড়াইয়ে পিছিয়ে যেতে রাজি নন চাকরিহারারা। তাঁরা কিউরিটিভ পিটিশন করতে চলেছেন।
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার তার সব ক’টি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে যেমন রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের পুনর্বিবেচনার আবেদন ছিল। পাশাপাশি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আলাদা ভাবে শতাধিক পুনর্বিবেচনার আবেদনও ছিল।
আরও পড়ুন:
এই পুনর্বিবেচনার আবেদন বাতিল হওয়ার পর থেকে চাকরিহারা শিক্ষকেরা রাজ্য সরকারকে এর জন্য দায়ী করছেন। এসএসসি সূত্রের খবর, তারা শীর্ষ আদালতের কাছে নতুন করে আবেদন করবে না। শীর্ষ আদালতের পূর্বের নির্দেশ মেনে সেপ্টেম্বর মাসে ৭ এবং ১৪ তারিখ দ্বিতীয় এসএমএসটি পরীক্ষার দিকে মনোযোগ দিতে চাইছেন কর্তৃপক্ষ।
‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মী সংগঠনের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, ‘‘এই লড়াইয়ের আমরা শেষ দেখতে চাই। ইতিমধ্যেই আমরা কিউরিটিভ পিটিশনের জন্য তোড়জোড় শুরু করেছি। হাতে ৩০ দিনের সময় রয়েছে। আমরা দ্রুত আবেদন করব সুপ্রিম কোর্টের কাছে।’’
স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নিয়ে ইতিপূর্বেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার সব জেলার জেলাশাসক পুলিশ সুপার অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ নবম-দশম এবং ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষার রয়েছে। এই বৈঠকে দু’টি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার। এই বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান-সহ শিক্ষা দফতরের আধিকারিকেরা। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে।
সূত্রের খবর, ওই নির্দেশে উল্লেখ রয়েছে সরকারি আধিকারিকদের নজরদারিত হবে এসএসসি পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে সিসিটিভি। পরীক্ষা কেন্দ্রগুলিতে দেহতল্লাশি করা হলে তার সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ। ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্ক এর আধিকারিকেরা পরীক্ষা কেন্দ্রগুলিতে ওইদিন নজরদারি চালাবেন।
শুক্রবারের ওই বৈঠকে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করার সম্ভাবনা রয়েছে।