গত বছরের ডিসেম্বর পর্বের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই ঘোষণা করা হল পরীক্ষার ফলাফল। পরীক্ষার স্কোরকার্ড ছাড়াও বিভিন্ন বিষয়ের জন্য নির্দিষ্ট কাট অফ নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
চলতি মাসের ৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে ডিসেম্বর পর্বের ইউজিসি নেটের আয়োজন করা হয়েছিল। দেশের ২৬৬টি শহরের ৫৫৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ন’দিন ধরে মোট ১৬টি পর্বে চলেছিল পরীক্ষা। নাম নথিভুক্ত করেছিলেন মোট ৮,৪৯, ১৬৬ জন। যার মধ্যে ৬,৪৯, ৪৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য যোগ্যতাসম্পন্ন পরীক্ষার্থীর সংখ্যা ৫,১৫৮ জন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ এবং পিএইচডিতে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন ৪৮,১৬১ জন। এ ছাড়া, শুধুমাত্র পিএইচডিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ১,১৪,৪৪৫ পরীক্ষার্থী।
আরও পড়ুন:
পরীক্ষার্থীদের https://ugcnet.nta.ac.in/ -এ গিয়ে রেজ়াল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিলেই পরীক্ষার স্কোরকার্ড দেখতে পাবেন তাঁরা। যা ভবিষ্যতের জন্য তাঁরা নিজেদের কাছে প্রিন্ট আউট নিয়েও রাখতে পারেন।
প্রসঙ্গত, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। তার দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।