বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সিএসআইআর ইউজিসি নেট (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। চলতি বছরের পরীক্ষার জন্য গত সেপ্টেম্বর মাসেই শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। এ বার সেই পরীক্ষায় রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
চলতি বছরে সিএসআইআর-ইউজিসি নেট-এর আয়োজন করা হবে আগামী ১৮ ডিসেম্বর। পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করা হয় গত ২৫ সেপ্টেম্বর থেকে। এ জন্য নাম নথিভুক্তকরণের শেষ দিন ছিল ২৪ অক্টোবর। এ বার সেই মেয়াদ বাড়িয়েই ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত করা হল।
আরও পড়ুন:
আগ্রহীদের সিএসআইআর নেট-এর ওয়েবসাইট csirnet.nta.nic.in-এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ১,১৫০ টাকা, অনগ্রসর শ্রেণি ও আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের ৬০০ টাকা এবং তফসিলি জাতি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ৩২৫ টাকা জমা দিতে হবে।
চলতি বছরের সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি হবে কম্পিউটার বেস্ড টেস্ট (সিবিটি) মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে দু’টি অর্ধে দু’টি পত্রের উপর। প্রথম এবং দ্বিতীয়— প্রতিটি পত্রেই মোট নম্বর থাকবে ২০০। প্রতি পত্রের পরীক্ষা চলবে ১৮০ মিনিট অর্থাৎ তিন ঘণ্টার ধরে। প্রথম অর্ধের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় অর্ধের পরীক্ষা চলবে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, প্রতি বছরই এনটিএ জুন এবং ডিসেম্বরে দু’বার পরীক্ষার আয়োজন করে। উত্তীর্ণেরা ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ যোগ্যতা অর্জন করেন অথবা ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
-
নিট ইউজি কাউন্সেলিংয়ের ফলপ্রকাশ, পরিবর্তন রাজ্য ও জাতীয় স্তরের স্ট্রে ভ্যাকেন্সি-র সূচিতেও
-
শিবপুরের আইআইইএসটিতে ৯৫ জন কর্মীর খোঁজ, কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে?
-
৩০জন গবেষকের প্রয়োজন দুর্গাপুর সিএমইআরআই-এ, যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে
-
ইন্দো-ফরাসি সেন্টারের অর্থপুষ্ট প্রকল্পের গবেষণা যাদবপুরে, কোন বিভাগের জন্য আবেদন?