মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের পর বরাদ্দ আসনের ফল ঘোষণা করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। একইসঙ্গে পরবর্তী স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য কাউন্সেলিং সূচি পরিবর্তন করা হল এমসিসি-র তরফে।
নিট ইউজি কাউন্সেলিংয়ের ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটার (এআইকিউ) মাধ্যমে দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে, যোগ দিতে পারবেন চলতি বছরের নিট উত্তীর্ণেরা। বর্তমানে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং চলছে। নাম নথিভুক্তকরণ, পছন্দের আসন বাছাই পর্ব সম্পন্ন হওয়ার পর কমিটির তরফে ঘোষণা করা হয়েছে বরাদ্দ আসনের ফলাফল।
কী ভাবে ফলাফল দেখবেন?
১) কমিটির ওয়েবসাইট mcc.nic.in-এ যেতে হবে।
২) সেখানে নিজেদের সমস্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
৩) তার পর কোন কলেজে কোন কোর্সের জন্য আসন বরাদ্দ করা হয়েছে, তা তাঁরা জানতে পারবেন।
৪) একইসঙ্গে সেই প্রতিষ্ঠানে কোন কোন নথি নিয়ে কবে উপস্থিত হতে হবে, তাও জানতে পারবেন তাঁরা। ফলাফল দেখার পর ‘অ্যালটমেন্ট রেজাল্ট’-এর প্রিন্ট আউট সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন:
এআইকিউ কোটার তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের সূচি অনুযায়ী, নির্ধারিত প্রতিষ্ঠানে পড়ুয়াদের রিপোর্ট করতে হবে ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে।
এমসিসি-র তরফে পরবর্তী স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিং সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়ারা ৪ থেকে ৯ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন। নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। ১০ এবং ১১ নভেম্বর আসন বরাদ্দের প্রক্রিয়া চলবে। পড়ুয়াদের জন্য বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১২ নভেম্বর। নির্ধারিত প্রতিষ্ঠানে তাঁদের উপস্থিত হতে হবে ১৩ থেকে ২০ নভেম্বরের মধ্যে।
একই সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিং সূচিও সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশনের তরফে। রাজ্য কোটার অধীনে বিভিন্ন মেডিক্যাল প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তির জন্য পড়ুয়ারা ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন। কলেজগুলির তরফে সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হবে ১১ নভেম্বর। পড়ুয়াদের পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন ১১ এবং ১২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। নির্ধারিত প্রতিষ্ঠানে ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে পড়ুয়াদের উপস্থিত হতে হবে।