আলিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
দু’বছরের কোর্স। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। মোট আসন সংখ্যা ২০টি। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় (এইউএটি ২০২৫) উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে। সে ক্ষেত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে প্রথমে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ হবে। সেখানে উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ জুন। প্রবেশিকা পরীক্ষা হবে ১৩ জুলাই। তার আগে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।