স্নাতকোত্তর সার্টিফিকেট (পিজি সার্টিফিকেট) কোর্সের সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-র তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
এডিটিং অ্যান্ড পাবলিশিং বা সম্পাদনা এবং প্রকাশনার নানা খুঁটিনাটি বিষয়ে পড়ানো হবে। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। যার মেয়াদ তিন মাস। শুরু হবে জুলাই থেকে, চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে। জিএসটি-সহ কোর্স ফি ১৪,৭৫০ টাকা।
কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা সম্পন্নেরা। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।