দেশের বস্তি এলাকায় কতটা সুস্থায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, তা নিয়ে গবেষণার কাজ হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতায়। এ জন্য কর্মী প্রয়োজন প্রতিষ্ঠানে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানের ইকোনমিক রিসার্চ ইউনিট-এ প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘সাস্টেনেবিলিটি অফ হাইজিন বিহেভিয়ারস ইন ইন্ডিয়ান স্লামস’।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট লিঙ্কড কনটেন্ট রাইটার পদে। শূন্যপদ একটি। ছ’মাসের চুক্তিতে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এর পর ফান্ডিং এবং তাঁর কাজের দক্ষতার নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। থাকতে হবে ইকোনোমেট্রিক্স বিষয় সংক্রান্ত জ্ঞান, এমএস অফিস সংক্রান্ত জ্ঞান, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ সংক্রান্ত জ্ঞান এবং ইংরেজি কথোপকথনে পারদর্শিতাও।
আগ্রহীদের কভার লেটার-সহ আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউ হবে ১৯ সেপ্টেম্বর। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।