Advertisement
E-Paper

প্রেসিডেন্সির স্নাতক প্রবেশিকার ফলপ্রকাশ, পাশের হারে পিছিয়ে রাজ্য বোর্ডের পড়ুয়ারা

গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে সংরক্ষণ জটিলতা কাটতেই দিন ঘোষণা করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই মতো সোমবার ফল প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১২:২৬
Female students lead in the pass rate of the PUBDET 2025 Results.

প্রেসিডেন্সির স্নাতক প্রবেশিকায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা। — ফাইল চিত্র।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকার ফলাফলেও পিছিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারা। উত্তীর্ণ অধিকাংশ পরীক্ষার্থীই কেন্দ্রীয় বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ।

সোমবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এই পরীক্ষায় ৫,২৬২ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে। মোট পাশের হার ৯৯. ১৭ শতাংশ। ফলাফলের নিরিখে এগিয়ে ছাত্রীরা, পাশের হার ৯৯.৫৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। রাজ্য জয়েন্টের মতোই প্রেসিডেন্সির স্নাতকের প্রবেশিকাতেও কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়ারাই এগিয়ে, তাদের পাশের হার ৯৯.৬৬ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধীনস্থ স্কুলের পড়ুয়াদের পাশে হার ৯৮.৭৬ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে এ রাজ্যর পড়ুয়ার সংখ্যা ৫,১৭০ জন। ভিন্‌রাজ্যের ৯২ জন এই পরীক্ষায় পাশ করেছেন। উত্তীর্ণেরা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কাউন্সেলিংয়ের সূচি ২৬ অগস্ট প্রকাশিত হবে।

চলতি বছর ৯ অগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগেই ওবিসি সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। থমকে যায় ফল ঘোষণা। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর জটিলতা কাটতেই ফল প্রকাশের দিন ঘোষণা করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে স্নাতকের প্রবেশিকার ফলাফল দেখে নিতে পারবেন। এই ফলাফলের নিরিখেই কাউন্সেলিং এবং ভর্তির তারিখ জানিয়ে দেবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই অনুযায়ী পড়ুয়ারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবেন। সংরক্ষণের তালিকা অনুযায়ী, ওবিসি শ্রেণিভুক্তদের জন্য ৬০৯-এর বেশি আসন বরাদ্দ করা হয়েছে।

PUBDET 2025 Exam Results WBJEEB UG Admission 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy