বেশ কয়েক বছর ধরে বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহও বাড়ছে পড়ুয়াদের। একই সঙ্গে বাড়ছে কাজের পরিধিও। অনেকেই ভিন্ দেশের ভাষা শিখে অনুবাদক অথবা অন্য কোনও চাকরি নিয়ে পাড়ি দিচ্ছেন বিদেশে। তবে, কোথায় পড়বেন? এই চিন্তা থেকেই যায়। সেই সুযোগ নিয়ে এ বার হাজির হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। নানা দেশের ভিন্ন ভাষা শেখাবে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গোয়েজেস অ্যান্ড কালচার বিভাগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।
আরবি, চাইনিজ়, ইংরেজি, ফ্রেঞ্চ, ফাংশনাল বাংলা, জার্মান, হিন্দি, ইটালিয়ান, জাপানিজ়, রাশিয়ান, সংস্কৃত, সাঁওতালি, স্প্যানিশ, তামিল, তিব্বতি এবং উর্দু ভাষা শেখা যাবে। এটি ছ’মাসের একটি সার্টিফিকেট কোর্স। সপ্তাহে দু’দিন সন্ধ্যায় ক্লাস হবে। শনি এবং রবিবারও থাকতে পারে ক্লাস।
কোর্স ফি কত?
ইংরেজি এবং বিদেশি ভাষার ক্ষেত্রে ভারতের নাগরিকের জন্য তিন হাজার টাকা। ভারতীয় ভাষা শিখতে গেলে খরচ লাগবে ২৩০০ টাকা।
আরও পড়ুন:
কী যোগ্যতা প্রয়োজন?
সাঁওতালি, ইংরেজি, ফাংশন্যাল বাংলা ভাষা শিখতে গেলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বাকি ভাষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আবেদন করবেন কী ভাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে দেওয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিকানায়। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।