পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষা, সোশ্যাল বিহেভিয়োরাল চেঞ্জ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইনকাম ট্যাক্সেশন প্রসিডিওর, মিউজ়িয়োলজি অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক হেলথ, ঝুমুর, ছৌ, সাঁওতালি নাচ-গান, মিউজ়িক, সাইকোলজিক্যাল কাউন্সেলিং-এর মতো মোট ২০টি বিষয় পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এগুলি সবই পিজি সার্টিফিকেট, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স।
বিভিন্ন কোর্সের মেয়াদ ছ’মাস থেকে এক বছর। কোর্সের উপর নির্ভর করে আসন সংখ্যা ১৫ থেকে ৭০। একই ভাবে বিষয়ের উপর নির্ভর করে কোর্স ফি হবে ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা। বিষয়ের উপর নির্ভর করে আবেদনকারীদের জন্য যোগ্যতামান ধার্য করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।