অষ্টম শ্রেণি পাশ করেই স্কুল ছাড়তে হয়েছিল? কিংবা করোনা অতিমারি সময়ে নিয়মিত স্কুলে না যাওয়ায় স্কুলছুট হয়ে গিয়েছে কেউ। কারও বয়স হয়তো ৪০ ছুঁইছুঁই। শিক্ষাগত যোগ্যতা সেই অষ্টম শ্রেণি পর্যন্তই! অথচ প্রত্যেকেরই ইচ্ছে রয়ছে অন্তত মাধ্যমিকটুকু পাশ করার। কেউ চান নতুন করে পড়াশোনা শুরু করতে। সে সুযোগ দিচ্ছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়।
এই স্কুল থেকে ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পড়তে পারবেন। এই ক্ষেত্রেই নিয়মমাফিক স্কুলের জামা পরে ঘড়ি ধরে আটটি ক্লাস করতে হবে না পড়ুয়াদের। এখানে বেশির ভাগ ক্লাসই হয় শনি ও রবিবার করেই। তা-ও আবার সন্ধ্যায়। যাতে কেউ চাকরি করতে করতেও পড়াশোনা চালিয়ে যেতে পারেন।
আবেদন করতে হলে, শুধু অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। আর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে। আর কিছু মাপকাঠি নেই। মাধ্যমিক স্তরে স্কুলে যে সকল বিষয় পড়তে হয়, সেই সব বিষয়ই থাকে মুক্ত বিদ্যালয়ের সিলেবাসে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পাবেন আগ্রহীরা। রাজ্য জুড়ে একাধিক সেন্টার রয়েছে। ওয়েবসাইট থেকে প্রথমে মাধ্যমিক বিভাগ বাছাই করে নিজের জায়গার নাম দিতে হবে, তা হলেই কতগুলি সেন্টার ওই জায়গার মধ্যে রয়েছে তার তালিকা চলে আসবে। এর পর সেন্টারে সরাসরি প্রয়োজন নথি নিয়ে গেলেই ভর্তি হওয়া যাবে। ডিসেম্বর ২০২৫ সেশনের জন্য ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহীরা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ পাবেন চলতি বছরের ১১ ডিসেম্বরের মধ্যে। এই সংক্রান্ত আরও জানতে হলে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের ওয়েবসাইটটি দেখতে পারেন।