সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্বে মোট ১০টি বিষয়ে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। জানানো হয়েছে, বাংলায় ৭৩, ইংরেজি ৬৯, দর্শন ৫৬, প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস ৫৬, ভাষাতত্ত্ব ৪০, পালি ৩০, পাণিনি ব্যাকরণ ১৫, সাহিত্য ১৫, সংস্কৃত ৮০, অদ্বৈত বেদান্ত ৩০টি আসনে ভর্তি নেওয়া হবে।
সংস্কৃত, বাংলা, ইংরেজি, দর্শন বিষয়ে ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস নিয়ে পড়তে আগ্রহীদের ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে কিংবা ইতিহাসে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব নিয়ে পড়তে আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয় কিংবা বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পালি, সমাজবিদ্যা, ইতিহাসের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হতে হবে। পালি, পাণিনি ব্যাকরণ, অদ্বৈত বেদান্ত এবং সাহিত্য বিষয়ে ভর্তি হতে আগ্রহীদের সংস্কৃতে স্নাতক হতে হবে কিংবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রী ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়গুলি ‘ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং’-এর অধীনে পড়ানো হবে। তবে ২০২৪ থেকে ২০২৫-এর মধ্যে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীদেরই শুধুমাত্র ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।