বাংলা-সহ একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল এলিজিবিটি টেস্ট (নেট)/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট)/ স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণদের জন্য এই সুযোগ।
উল্লিখিত বিষয় ছাড়াও সাঁওতালি, উদ্ভিদবিদ্যা, ইংরেজি, রসায়ন, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, ইতিহাস, ভূগোল, গণিত, পদার্থবিদ্যা, দর্শন, মনোবিদ্যা, সমাজবিদ্যা, প্রাণিবিদ্যা, সংস্কৃত, অ্যানথ্রোপলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ় এবং এডুকেশনেও পিএইচডি করার সুযোগ থাকছে। তবে নেট/ সেট/ গেট উত্তীর্ণ হওয়ার পাশাপাশি উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সে ক্ষেত্রেও অন্তত ৫৫ শতাংশ থাকা প্রয়োজন। ৭০ শতাংশ নম্বর থাকবে নেট/ সেট/ গেট-র জন্য। ৩০ শতাংশ নম্বরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://skbu.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে সাধারণ প্রার্থীদের ১,০০০ টাকা জমা দিতে হবে, সংরক্ষিত প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৪ অগস্ট পর্যন্ত আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। তবে আগে যদি কেউ আবেদন করে থাকেন তাঁকে আর আবেদন করতে হবে না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।