বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, বিজ্ঞান, টেকনোলজি, এগ্রিকালচার এবং হোম সায়েন্সের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে পড়ুয়াদের। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স-সহ আরও বেশ কিছু বিষয়ে মাস্টার অফ সায়েন্সে ভর্তি নেওয়া হবে। মনোবিজ্ঞান, ফলিত মনোবিজ্ঞান, ভূগোল— এই তিনটি বিষয়ে মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস দু’টি পড়া যাবে। এ ছাড়াও এগ্রিকালচার বিভাগের তরফে একাধিক বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। খাদ্য ও পুষ্টি এবং মানব উন্নয়ন বিষয়ে হোম সায়েন্স বিভাগে ভর্তির আবেদন করা যাবে। তবে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানতে পারবেন আগ্রহীরা।