Advertisement
E-Paper

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার বাকি আর ৪৭দিন, প্রস্তুতি নিতে হবে সপ্তাহের হিসাবে, মত বিশেষজ্ঞের

প্রথম বার সেমেস্টার ব্যবস্থায় স্কুলস্তরের বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা। তাই এই সময় মানসিক প্রশান্তিও প্রয়োজন। ভয় পেয়ে বা ঘাবড়ে না গিয়ে হাতে সময় নিয়ে সঠিক অনুশীলনই ভাল ফল পাওয়ার চাবিকাঠি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৩:৩৭
HS

প্রথম বার সেমেস্টার ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক, হাতে ৪৭ দিন! ছবি: সংগৃহীত।

২০২৪-এ মাধ্যমিক পাশ করে যে সব ছাত্রছাত্রী একাদশে ভর্তি হয়েছিল, সেমেস্টার ব্যবস্থায় এ বছরই প্রথম বার উচ্চ মাধ্যমিকে বসবে তারা। ইতিমধ্যে একাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছে তারা প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা দিয়ে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মোট ১২ দিন ধরে চলবে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

হাতে আর মাত্র ৪৭ দিন। আগামী এক-দেড় মাস পড়ুয়াদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত, সে বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, চলতি বছর তৃতীয় সেমেস্টারে এমসিকিউ ধরনের প্রশ্নপত্র থাকবে। কোনও বড় প্রশ্নের উত্তর পড়ুয়াদের লিখতে হবে না। তাই শিক্ষার্থীদের পাঠ্যবই খুঁটিয়ে পড়া খুবই প্রয়োজন। এই এক মাস যদি পাঠ্যবই ভাল ভাবে পড়তে পারে তা হলে কোনও প্রশ্নের উত্তর লিখতেই সমস্যা হবে না।

যোধপুর পার্ক বয়েজ় স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদারের কথায়, এই এক মাস পড়ুয়াদের সঠিক কৌশলের মধ্যে দিয়ে প্রস্তুতি নিতে হবে। সেগুলি হল—

পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা ভাগ করে নেওয়া।

যে সব বিষয়ে বা অধ্যায়ে পড়ুয়ারা এখনও দুর্বল, সেগুলি আগে ভাল করে পড়তে হবে।

এই ক’দিন একেবারে সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করে পড়তে হবে।

ছোট ছোট ভাগ করে বার বার পড়তে হবে।

ওএমআর শিট-এ যে হেতু পরীক্ষা, ওই প্রশ্নপত্রের ধাঁচে সময় ধরে ‘মক টেস্ট’ অভ্যাস করতে হবে।

বোর্ডের নমুনা প্রশ্নপত্র, বিদ্যালয় থেকে সংগৃহীত প্রশ্নপত্র এবং শিক্ষকদের থেকে নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করে প্রতিদিন অনুশীলন করতে হবে।

সপ্তাহে একদিন কোনও প্রসঙ্গ নিয়ে সন্দেহ দূর করতে হবে এবং ভুল সংশোধন করতে হবে।

অমিত আরও জানিয়েছেন, প্রথম বার সেমেস্টারে স্কুলস্তরের বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা। তাই এই সময় মানসিক প্রশান্তিও প্রয়োজন। ভয় পেয়ে বা ঘাবড়ে না গিয়ে হাতে সময় রেখে সঠিক অনুশীলনই ভাল ফল পাওয়ার চাবিকাঠি।

এ ছাড়াও চলতি বছর থেকে শিক্ষা সংসদের তরফে বাংলার ‘শিক্ষা ক্লাসরুম’-এর ধাঁচেই বিষয়ভিত্তিক ভিডিয়ো টিউটোরিয়ালের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের নিরিখে বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকারা নিয়মিত সাজেশন দেন। প্রতিটি বিষয়ের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, সেই নমুনা প্রশ্নের মাধ্যমে কী ভাবে পড়ুয়ারা প্রস্তুতি নেবেন— সবই টিউটোরিয়ালে আলোচনা করবেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থে মূলত এই ভিডিয়োগুলি তৈরি করা হচ্ছে। সেখানে শুধু বিষয় ভিত্তিক সাজেশনই নয়, কেরিয়ার কাউন্সেলিং-সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। শিক্ষা সংসদের ‘ইউটিউব হ্যান্ডেল’ থেকেই পড়ুয়ারা ওই ভিডিয়োগুলি দেখতে পাবেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বছরে দু'বার। এ বার থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় ও চতুর্থ সেমেস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন করা হবে। এ বছরই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ওএমআর শিটে । শিক্ষা সংসদের বিধি অনুযায়ী, আগে কোন‌ও পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হত। তবে এই নিয়মের সঙ্গে আরও বেশ কিছু পরিবর্তন এনেছে শিক্ষা সংসদ। কোন পরীক্ষার্থীর খারাপ আচরণেও তার সমস্ত পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের। পরীক্ষা চলাকালীন শৌচালায় যেতে পারবে না কোন পরীক্ষার্থী।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ভর্তি হওয়া থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া— সবটাই অনলাইনে সম্পূর্ণ করতে হয়। তবে ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এ বেশ কিছু সমস্যা হওয়ার কারণেই জুলাই মাসে ১ থেকে ৭ তারিখ পর্যন্ত ওই পোর্টাল বন্ধ রাখা হয়েছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত তৃতীয় সেমেস্টারের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দিতে পারবে স্কুলগুলি।

HS Exam 2025 High Secondary WBCHSE Exam 2025 WBCHSE News HS Exam Exam Preparation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy