সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না শিক্ষা দফতর। শুক্রবার তাই আরও একবার আদালতের দ্বারস্থ হয়েছে এসএসসি। নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও খানিকটা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
শুক্রবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এখনও সব ক’টি বিষয়ের ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের আরও খানিকটা সময় লাগবে। তাই সময়সীমা খানিকটা বাড়ানোর আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।” শিক্ষা দফতর সূত্রের খবর, নবম-দশম নিয়োগের জন্য তিন মাসের সময়সীমা চাইছে তারা, অন্য দিকে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ১৫ দিনের।
আরও পড়ুন:
এর আগেই জানা গিয়েছিল,১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ার আগে আবেদন জমা দিতে চাইছে রাজ্য। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এসএসসি তরফে আজ সুপ্রিম কোর্টের যাওয়া হয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে, অন্তত ১৫ দিনে সময় চাওয়া হবে।”
নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি কোনও ‘যোগ্য’ চাকরিহারা বাকি থেকে যান, সে ক্ষেত্রে রাজ্য সদর্থক ভাবে তাঁদের কথা বিবেচনা করবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন ব্রাত্য।
এ দিকে শুক্রবারই নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে। কিন্তু নথিযাচাইয়ের কাজ এখনই শুরু হবে না বলে জানা গিয়েছে এসএসসি সূত্রে। একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরেই সেই কাজ শুরু হবে। নবম-দশম শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে গত ২৪ নভেম্বর।