অবশেষে প্রকাশিত হচ্ছে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ওই তালিকা প্রকাশ করা হবে। রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই ১২,৪৪৫ শূন্যপদের জন্য প্যানেল প্রকাশ করা হচ্ছে।
একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে এসএসসি। চূড়ান্ত প্যানেল প্রকাশের পরই চলতি মাসের শেষের থেকে সুপারিশ পত্র দেওয়া হবে প্যানেলে নাম থাকা চাকরিপ্রার্থীদের। ২৭ জানুয়ারি থেকেই যাতে সুপারিশ পত্র বিতরণে কাজ শুরু করা যায়, সে চেষ্টা করছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই শেষ হয়েছে গত ৪ ডিসেম্বর ২০২৫। সে সময়ই ৩৫টি বিষয় নথি যাচাই হয় প্রার্থীদের। সেখানে প্রায় ২০ হাজারের বেশি প্রার্থী ডাক পেয়েছেন।
সম্প্রতি, হাইকোর্টের নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়, যাঁদের তথ্য যাচাই করতে হবে নতুন করে। এই প্রার্থীদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর। সেখানে ৭৮ জন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে থেকে ৪৯ জন ইন্টারভিউ দিয়েছেন গত ৮ জানুয়ারি।
গত বছর ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। গত বছর ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে মোট ৬০ নম্বরের পরীক্ষা দিতে হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।