লিখিত পরীক্ষার ওএমআর নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। জেলায় জেলায় পরীক্ষা নিয়ে গাইডলাইন পাঠাল তারা। উত্তর ব্যতীত ওএমআরে অন্য কিছু লিখলে, মন্তব্য করলে বা ছবি আঁকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলে জানাল স্কুল সার্ভিস কমিশন।
ওএমআর নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট উত্তর ব্যতীত ওএমআর শিটে কোনও রকম অশ্লীল মন্তব্য, কোনও ছবি বা চিহ্ন দিলে সঙ্গে সঙ্গে সেই ওএমআর-কে চিহ্নিত করতে হবে। এই কাজ করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিক ও শিক্ষক - শিক্ষিকাদের। সেই ওএমআর চিহ্নিত করে সেটিকে আলাদা খামে রাখতে হবে। প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত করতে পারে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন:
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম ও একাদশ -দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।
নতুন বিধি অনুসারে, মেধাতালিকা (প্যানেল) এবং অপেক্ষমান মেধাতালিকার (ওয়েটিং লিস্ট) মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করতে পারবে কমিশন।
পরীক্ষাবিধিতে বলা হয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে। তার পরে সেগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।