স্টুডেন্টস উইকের সমাপ্তি হল বৃহস্পতিবার। এ দিন জাতীয় স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়া ১৯৭ জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়। জাতীয় স্তরের প্রতিযোগিতা রাজ্যের পড়ুয়ারা এ বার সপ্তম স্থান অধিকার করেছে।
সল্টলেকের ইস্টার্ন জ়োনাল কালচারাল সেন্টার
আরও পড়ুন:
-এ সমাপ্তি অনুষ্ঠানে আয়োজিত হয়। জাতীয় স্তরের স্কুল প্রতিযোগিতায় ৪১টি বিভাগের মধ্যে রাজ্য থেকে ২৯টি বিভাগে পড়ুয়ারা যোগ দিয়েছিল। ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পদক এসছে ২৭৭টি। এই প্রতিযোগিতায় রাজ্যের ২৫ জন পড়ুয়া স্বর্ণপদক পেয়েছে। তাদের পুরস্কৃত করা হয় সমাপ্তি অনুষ্ঠানে। পদকের উপর ভিত্তি করে ১৫০০০, ১০০০০ ও ৭০০০ টাকা করে দেওয়া হয়েছে। গৌরব চক্রবর্তী ও প্রিয়াংশু ঠাকুর নামে দুই পড়ুয়া ব্যক্তিগত ও দলগত বিভাগ মিলিয়ে চারটি করে স্বর্ণ পদক পেয়েছে। তাদের ৭৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ দিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “স্টুডেন্ট উইক সমাপ্তি অনুষ্ঠানে শুধু খেলাধুলায় ভাল ফল করা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা নয়, দুপুর ১২টার পর থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার টাকাও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে।”
একাদশ শ্রেণির ৮ লক্ষ ৫০ পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়। এতে সরকারের খরচ হয়েছে ৮৫০ কোটি টাকা। এর মধ্যে কারিগরি শিক্ষার পড়ুয়ার সংখ্যা ৪০ হাজার।