উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরে এ বার পড়ুয়াদের চাপ কমাতে চলেছে সিআইএসসিই (কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস) বোর্ড। ইংরেজি বই হতে চলেছে দু’রকম— মডার্ন ইংলিশ এবং ওল্ড ইংলিশ। একই ভাবে অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লায়েড (ফলিত গণিত) ম্যাথমেটিকস আনতে চলেছে সিআইএসসিই। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধা মতো অঙ্ক বা ইংরেজি পড়তে পারবে। এর পাশাপাশি ইংরেজি-সহ আরও চারটি বিষয় পাশ করার নির্দেশও দিয়েছে বোর্ড। এখনও পর্যন্ত আইএসসিতে নিয়ম রয়েছে ইংলিশ সহ আরও পাঁচটি বিষয় নিয়ে পড়তে পারে পড়ুয়ারা। কিন্তু তার মধ্যে ইংরেজি ছাড়া তিনটে বিষয় পাশ করলেই সংশ্লিষ্ট ছাত্রকে পাশ বলে গণ্য করা হয়।
২০২৭ সাল থেকে এই নিয়মের পরিবর্তন হতে চলেছে। ইংরেজি সহ আরও চারটি বিষয় পাশ করতে হবে পড়ুয়াদের।
আরও পড়ুন:
উল্লেখ্য, আইএসসি পাস করার পরে বহু পড়ুয়া ‘বেস্ট অফ ফোর’-এ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারত না। তার প্রধান কারণ বেশ কিছু ইউনিভার্সিটি ‘বেস্ট অফ ফাইভ’-এর মার্কসে ভর্তি নিত না। তাই সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনতে চলেছে সিআইএসসিই।
আরও পড়ুন:
পাশাপাশি, এ বার ইংরেজি-সহ আরও চারটি বিষয় পাশ করতে হবে পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই আইসিএসই বোর্ড এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। অর্থাৎ ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক। সঙ্গে আরও চারটি বিষয়েও পাস করতে হবে। রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপ্যাল সুজয় বিশ্বাস বলেন, ‘‘ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সিআইএসই। এতে আইসিএসই পাস করার পরে বিশ্ববিদ্যালয় স্তরে ভর্তি হতে গেলে আর সমস্যায় পড়বে না পড়ুয়ারা। যারা নিজেদের পড়াশোনার ভার কমাতে চায়, তাদের এই বিষয় বাছাইয়ে অনেক সুবিধা হবে।’’
২০২৭ সাল থেকে আইএসসি-তে এই পরিবর্তন আনতে চলেছে সিআইএসই। এ ছাড়াও এত দিন আইসিএসি-তে পাস করলে লেখা থাকত পাস ‘সার্টিফিকেট অ্যাওয়েটেড’। পাস না করলে লেখা থাকত পাস ‘সার্টিফিকেট নট অ্যাওয়াটেড’। এখন শুধুমাত্র ‘কোয়ালিফায়েড’ এবং ‘নন কোয়ালিফায়েড’ লেখা থাকবে বলেই জানা গিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে।