২০২৫ শিক্ষক নিয়োগের পরীক্ষায় কর্মরত ও ‘যোগ্য’ শিক্ষকেরা বাড়তি সুবিধা পাবেন, তা আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এ বার কর্মরত শিক্ষকদের তথ্য আপলোড করার বিজ্ঞপ্তি দিল কমিশন।
৫ অগস্ট থেকে ১১ অগস্ট পর্যন্ত ওয়েবসাইট খুলছে এসএসসি। আবেদনকারীদের এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কিছু তথ্য আপলোড করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে প্রার্থীদের। তারপর নিজের প্রোফাইলে যেতে হবে। সেখানে নবম-দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির প্রার্থীদের এডিট অপশন দেওয়া হয়েছে। সেখানে যে স্কুলে তিনি কর্মরত তার নাম, কোন সালে কাজে যোগ দিয়েছিলেন, কত বছরের অভিজ্ঞতা, শিক্ষক আইডি কোড— লিখতে হবে। নির্দিষ্ট ঘরও করা হয়েছে এ জন্য।
আরও পড়ুন:
স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, যারা স্কুলে কর্মরত ও ‘যোগ্য’ তারাই এই সুবিধা পাবেন। এখানে মোট নম্বর ধার্য করা হয়েছে ১০। প্রত্যেক বছরের জন্য দু’নম্বর করে ধরা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে নতুন বিধি প্রকাশ করেছে, তাতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। আগে এটি ছিল ৫৫ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে এটি ছিল ৩৫ নম্বর। ইন্টারভিউয়ে ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ ১০ ছিল, এখনও তা-ই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ নম্বর। এ ছাড়া ‘লেকচার ডেমনস্ট্রেশন’-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হচ্ছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’— দু’টিই নতুন সংযোজিত হয়েছে। এই দু’টি মিলিয়ে সর্বোচ্চ মোট ২০ নম্বর রাখা হয়েছে।