Advertisement
E-Paper

দু’টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের পছন্দের ব্যক্তিকেই উপাচার্য পদে নিয়োগ, রাজ্যপাল বোসকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের নির্দেশের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে যোগ দিচ্ছেন সঞ্চারী মুখোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৫:০১
রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপাল সিভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

নতুন উপাচার্য পাচ্ছে রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাজ্যের পছন্দ করা দুই ব্যক্তিকেই নিয়োগ করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে যোগ দিচ্ছেন সঞ্চারী মুখোপাধ্যায়।

দীর্ঘ দিন ধরেই উপাচার্য নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাত চলছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটলেও কলকাতা, যাদবপুর-সহ ১৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে জট এখনও রয়ে গিয়েছে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটাতে আগেই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের পর তা সুপ্রিম কোর্টকে জানাবে ওই কমিটি।

প্রসঙ্গত, রাজ্যের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে বিরোধ বাধে রাজ্যের। ১৯টি বিশ্ববিদ্যালয়ে অবশ্য অবশ্য ইতিমধ্যেই উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়ে গিয়েছে। জট রয়ে গিয়েছিল ১৭টিতে। এর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের দেওয়া নামের তালিকায় দু’নম্বরে থাকা ব্যক্তির নামে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল। আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যপাল বেছে নেন তালিকায় তিন নম্বরে থাকা নামকে। সাধারণত রাজ্যের পাঠানো তালিকায় থাকা প্রথম নামটিতেই সিলমোহর দিয়ে থাকে রাজভবন। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। শুক্রবার আরও দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটল।

সোনালী এর আগে বারাসতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু রাজ্য রবীন্দ্রভারতীর উপাচার্য হিসাবে তাঁকে চেয়েছিল। রাজভবনের তরফে সোনালীকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে বলা হয়, তিনি ইতিমধ্যেই অন্য বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। রাজ্যের তরফে জানানো হয়, তিনি ওই কর্মস্থলে যোগ দেননি। তার পর অবশ্য রাজভবনের তরফে আর আপত্তি জানানো হয়নি। সুপ্রিম কোর্ট তার পর ওই দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যদের নিযুক্ত করার জন্য রাজ্যপালকে পরামর্শ দেয়।

vice chancellor Sonali Chakravarti Banerjee Governor CV Ananda Bose Rabindra Bharati University RBU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy