Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Book Fair

বইমেলার আগে বইয়ের উৎসব রানি বিড়লা গার্লসে

বর্তমান সমাজ ব্যবস্থায় বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। তাঁর বদলে ঝোঁক বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল মাধ্যমের উপর। উপন্যাস, পাঠ্য বই ও ছোট গল্পের প্রতি যাতে পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি পায় তাই এ বছর কলেজের তরফ এই ধরনের উদ্যোগ।

বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার ও কবি মন্দাকান্তা সেন।

বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার ও কবি মন্দাকান্তা সেন। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ২২:৩০
Share: Save:

কলকাতা বইমেলা শুরু হচ্ছে ১৮ জানুয়ারি। তাঁর আগে দু’দিনের ছোট বইমেলার আয়োজন করেছে রানি বিড়লা গার্লস কলেজ। কলেজ প্রাঙ্গণেই বসেছিল বাইমেলা। এই বইমেলার বিষয় বস্তু হল ‘বুকস ইন হ্যান্ড: এ ডিজিটাল ডিটক্স।’

বর্তমান সমাজ ব্যবস্থায় বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। তাঁর বদলে ঝোঁক বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল মাধ্যমের উপর। উপন্যাস, পাঠ্য বই ও ছোট গল্পের প্রতি যাতে পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি পায় তাই এ বছর কলেজের তরফ এই ধরনের উদ্যোগ।

কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্য বলেন, “মুঠোফোন ও ডিজিটাল জগৎ থেকে ছেলে মেয়েরা যাতে বইয়ের প্রতি আকর্ষিত হয় সেটাই আমরা চাই। বাংলা সাহিত্যের গভীরতা লুকিয়ে আছে এই বইয়ের মধ্যেই।”

শুধু রানি বিড়লা গার্লস কলেজ নয়, এই কলেজের সঙ্গে ম‌উ স্বাক্ষরিত হওয়া আরও সাতটি কলেজ এই বইমেলার সঙ্গে যুক্ত হয়েছে। সেগুলি হল, নেতাজি নগর ডে কলেজ, উইমেন্স খ্রিস্টান কলেজ, স্যার গুরুদাস মহাবিদ্যালয়, দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, বিবেকানন্দ কলেজ ফর উইমেন্স, সম্মিলনী মহাবিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজ ফর উইমেন্স। এখানে মোট ১১ বুক স্টল দেওয়া হয়েছিল। এ ছাড়াও বিশেষ ভাবে সক্ষমদের জন্য একটি ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে দু‌’টি স্টল দেওয়া হয়েছিল। পাশাপাশি কলেজের ছাত্রীদের নিজেদের হাতে বানানো খাবারের স্টলও দেওয়া হইয়েছিল ছ’টি।

কলেজের হিন্দি শিক্ষক মন্টু দাস বলেন, “আমরা শুধু বইমেলা নয়, ছাত্রীদের আত্মনির্ভর করতে তাদের নিয়ে খাবারের স্টলের ব্যবস্থাও করেছিলাম। যাতে তাদের মধ্যেও আত্মনির্ভরতা ও স্বনির্ভরতা বৃদ্ধি পায়।”

মূলতছাত্রীরা খাবারের স্টল থেকে খাবার বিক্রি করে যে অর্থ উপার্জন করবে সেই অর্থের ৬০ শতাংশ কলেজের তরফ থেকে সামাজিক উন্নয়নের কাজে দেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল শিক্ষাবিদ পবিত্র সরকার ও কবি মন্দাকান্তা সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Books fair Collage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE