১৭ জুন থেকে উদ্বোধন করা হবে স্নাতক স্তরে কলেজে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল। ১৮ জুন থেকে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা। উচ্চ শিক্ষা দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। প্রেস নোট অনুযায়ী ১৭ জুন দুপুর ২টোর সময় সাংবাদিক বৈঠক করে পোর্টালের উদ্বোধন করা হবে। তার পর দিন থেকে অভিন্ন পোর্টাল মারফত কলেজে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এক মাস পেরিয়ে গিয়েছে। রাজ্যের পড়ুয়ারা বসে রয়েছেন কলেজে ভর্তির অপেক্ষায়। বুধবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে। চলতি সপ্তাহের মধ্যেই যে পোর্টাল খুলে যাবে তার ইঙ্গিতও দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রকাশিত হবে বিজ্ঞপ্তি, এমনটাও জানিয়েছিলেন।
আরও পড়ুন:
চলতি বছর ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না, এমনই দাবি করেছিল শিক্ষা দফতর। গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণ নিয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করায় ভর্তি সংক্রান্ত সংরক্ষণের জট কেটেছে। তার পরেই উচ্চ শিক্ষা দফতর তরফে ভর্তি শুরুর দিনক্ষণ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমে ১৭টি বিশ্ববিদ্যালয়, ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন পড়ুয়ারা। দেশের যে কোন স্বীকৃত বোর্ড/ কাউন্সিল/ সমতুল্য প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন।