৭ মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। তার পর এক মাসেরও বেশি হয়ে গিয়েছে। স্নাতক স্তরে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অভিন্ন স্তরে কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন কবে থেকে শুরু হতে পারে ভর্তি।
বুধবার ডি এল খান রোডে সাহিত্য আকাডেমির পুস্তক বিপণি ও প্রেক্ষাগৃহ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে ব্রাত্য বলেন, ‘‘আমাদের দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আজ বা কালকের মধ্যে প্রকাশিত হয় যাওয়ার কথা। এই সপ্তাহের মধ্যেই জানিয়ে দিতে পারব যে অনলাইনে ভর্তির পোর্টাল কবে খুলছে। তবে পুরোটাই মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে করা হবে।’’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকায় থমকে ছিল ভর্তির প্রক্রিয়া। গতকালই বিধানসভায় ওবিসি নিয়ে সরকার অবস্থান স্পষ্ট করায় ভর্তি সংক্রান্ত সংরক্ষণের জট কেটেছে। তবে এখনও কলেজে ভর্তি যেমন শুরু হয়নি, তেমন রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। এমনকি, সরকারি স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় জটিলতায় আটকে রয়েছে। এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘‘গত বছরও জয়েন্টের ফল পরে বেরিয়েছিল। তাতে ভর্তি নিয়ে কোনও সমস্যা হয়নি। কলেজে ভাল মেধার পড়ুয়ারা ভর্তি হয়েছিল। দ্রুত জয়েন্টের ফল ঘোষণা করা হবে। এবং সব রকম সমস্যা মিটবে’’।
আরও পড়ুন:
ওবিসি মামলার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-সহ অন্যান্য মামলার প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘‘অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে। রাজনৈতিক ভাবে সরকারকে ভোটে হারানো যাচ্ছে না, যদি অন্য কোনও ভাবে বিপদে ফেলা যায়, এই মানসিকতা থেকে।’’
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষকরা। সে বিষয়েও ব্রাত্য বলেন, ‘‘এসএসসি পরীক্ষা নিয়ে মমালা হয়েছিল। আমরা জিতেছি। এক অংশ কী করছে না করছে জানি না। অধিকাংশই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। পরীক্ষা যথাসময়ে হবে।’’ যদিও যোগ্য শিক্ষিক শিক্ষিকাদের দাবি, তাঁদের দাবি পূরণ না হলে এসএসসি ভবনের সামনে তাঁদের আন্দোলন জারি থাকবে।