Advertisement
E-Paper

স্কুল প্রাঙ্গনে বইমেলা! প্রাক্তনীদের হাত ধরে বর্তমান পড়ুয়াদের বইমুখী করতে উদ্যোগী এভি স্কুল

উত্তর কলকাতার শ্যামবাজারের এভি স্কুলে চলছে এই বইমেলা। ২৫টি প্রকাশনা তাদের নানা ধরনের বই রেখেছে এই মেলায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৮:৪২
শ্যামবাজার এভি স্কুলে শুরু হয়েছে এই বইমেলা।

শ্যামবাজার এভি স্কুলে শুরু হয়েছে এই বইমেলা। নিজস্ব চিত্র।

বই পড়ার অভ্যাস নাকি কমে যাচ্ছে নতুন প্রজন্মের মধ্যে! এ বার স্কুলের বর্তমান ছাত্রদের পড়ায় আগ্রহী করতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। উত্তর কলকাতায় প্রথম বার কোনও স্কুলের উদ্যোগে শুরু হল বইমেলা।

১৭০ বছরের প্রাচীন স্কুল। হাজার হাজার ছাত্র। তাঁদেরই একাংশ এগিয়ে এলেন স্কুলকে সাহায্য করতে। ১০ জুন উত্তর কলকাতায় শুরু হল এক অন্য রকম বইমেলা। কোথাও ছোটদের মনকাড়া বিশিষ্ট লেখকদের গল্পের বই। কোথাও আবার রঙিন ছবি দেওয়া নানা বইয়ের সম্ভার। বড়দের জন্যও রয়েছে বেশ কিছু বই।

বই দেখছে পড়ুয়ারা।

বই দেখছে পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

উত্তর কলকাতার শ্যামবাজার এভি স্কুলে শুরু হয়েছে এই বইমেলা। প্রায় ২৫টি প্রকাশনা সংস্থা তাদের নানা ধরনের বই রেখেছে এই মেলায়। স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জনকুমার মুখোপাধ্যায় বলেন, ‘‘উত্তর কলকাতার মধ্যে এই প্রথম এমন প্রয়াস। এখানে স্কুলের প্রাক্তনীরাও সহযোগিতা করেছেন। শুধু বইমেলাই নয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।”

১০ জুন থেকে শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। বিকেল ৩টে থেকে রাত ৯টার পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বসছে মেলা। আয়োজনে রয়েছে দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন। তাঁদের সহযোগিতা করছে কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং বিদ্যালয়ের প্রাক্তনী সংসদ। বই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং শিক্ষাবিদ পবিত্র সরকার। এ ছাড়াও ছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, অভ্র ঘোষ, ত্রিদিব চট্টোপাধ্যায়-সহ অনেকে।

উত্তর কলকাতার ১০টি স্কুল এবং ১৫টি কলেজ যোগ দিয়েছে এই মেলায়। এভি স্কুলের পড়ুয়ারাও স্টল দিয়েছে। সেখানে স্কুলের ১৭০ বছরের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে। বই ছাড়াও মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে। স্কুলের পড়ুয়ারা নাচ-গান, আবৃত্তি, কুইজ়ের আয়োজন করছে।

book fair AV School North Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy