ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)- এর তরফে এ বার পরীক্ষার্থীদের পরিচয় যাচাইকরণের জন্য নয়া পদ্ধতি অবলম্বন করা হবে। জাতীয় স্তরের অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতেই নয়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা-সহ অন্য পরীক্ষার জন্য নয়া ব্যবস্থা চালু হতে চলেছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বরাবরের মতো পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা, নথি যাচাই করা হবে। এর পর তাঁদের মুখমণ্ডল শনাক্তকরণ বা মুখের মাধ্যমে পরিচয় যাচাইও করা হবে। এ ক্ষেত্রে সাহায্য নেওয়া হবে এআই নির্ভর প্রযুক্তির।
আরও পড়ুন:
-
পটনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার সুযোগ, পিএইচডি করা যাবে বিভিন্ন শাখার ২৮টি বিষয়ে
-
দেশের উত্তর-পূর্বাঞ্চলে কর্মী খুঁজছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র, বেতন কাঠামো কেমন?
-
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করতে চান? কুয়েট প্রবেশিকার জন্য আবেদনের শেষ দিন কবে?
-
গত বছর গেট-এ উত্তীর্ণ! ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ায় চলছে ইঞ্জিনিয়ারের খোঁজ
কমিশন জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখেই লাগানো থাকবে ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমেই তৎক্ষণাৎ ছবি তুলে সেই ছবির সঙ্গে আবেদনপত্রে দেওয়া ছবি মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে মাত্র ৮-১০ সেকেন্ডের মধ্যেই যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
কমিশনের ব্যাখ্যা, গত বছর ইউপিএসসি এনডিএ, নেভাল অ্যাকাডেমি, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় এই পদ্ধতি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়েছে। গুরুগ্রামের পরীক্ষাকেন্দ্রে এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান অজয় কুমার জানিয়েছেন, ম্যানুয়াল ভেরিফিকেশনের থেকে এই পদ্ধতিতে অনেক কম সময় লাগছে।
এআই নির্ভর এই মুখমণ্ডল শনাক্তকরণের জন্য পরীক্ষার্থীদের আবেদনপত্রের ছবির সঙ্গে পরীক্ষাকেন্দ্রে তোলা ছবির মধ্যে মিল থাকতে হবে, তাই সে বিষয়ে তাঁদের সতর্ক করেছে কমিশন। কমিশনের আশা, নয়া এই পদ্ধতি যেমন পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে কম সময় যাচাইকরণ প্রক্রিয়া শেষ করতে সাহায্য করবে। তেমনি পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী চিহ্নিত করে পরীক্ষাব্যবস্থা আরও নিশ্ছিদ্র এবং সুরক্ষিত করা যাবে।
আরও পড়ুন:
-
সিএসআইআর-এর একটি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে গবেষক প্রয়োজন ,কত দিন থাকবে কাজের মেয়াদ?
-
২৬ জন কর্মী চাই পশ্চিম মেদিনীপুর জেলায়, আবেদনের জন্য বয়সের কী মাপকাঠি রয়েছে?
-
কেন্দ্রীয় সংস্থা এডসিল-এ শিক্ষানবিশ প্রয়োজন, আবেদনের জন্য কেমন যোগ্যতা প্রয়োজন?
-
ইতিহাস আগলে রাখেন আর্কাইভিস্ট, কোন যোগ্যতা ও দক্ষতা থাকলে হওয়া যায় পেশাদার?