আধুনিক যুগের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে কোর্স করাবে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য আগ্রহীরা অনলাইন বা অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে কোর্সগুলি করানো হবে। পড়ানো হবে দু’টি বিষয়। একটি ‘ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ডেটা অ্যানালিসিস’। অন্যটি ‘ইংলিশ ফর অল’। এর মধ্যে প্রথমটি ডিপ্লোমা, পরেরটি সার্টিফিকেট কোর্স।
আরও পড়ুন:
দু’টি কোর্সেই রয়েছে ৪০টি আসন। এর মধ্যে ‘ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ডেটা অ্যানালিসিস’ কোর্সটি চলবে এক বছর ধরে। অন্যটির মেয়াদ তিন মাস। ‘ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশন’-এর কোর্স ফি ১২,০০০ টাকা। অন্য দিকে, ‘ইংলিশ ফর অল’ বিষয়ের কোর্স ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
‘ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ডেটা অ্যানালিসিস’ কোর্সটিতে শুধু মাত্র বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। তবে ‘ইংলিশ ফর অল’ কোর্সটি যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণদের জন্য। কোর্সে ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে পাঠাতে হবে ২০০ টাকা আবেদনমূল্য এবং কোর্স ফি। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। কোর্সে ভর্তির বিষয়ে বাকি তথ্য জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।