রাজ্যের বিভিন্ন কলেজে টেকনিক্যাল, বৃত্তিমূলক এবং দক্ষতা বৃদ্ধি বা স্কিল ডেভেলপমেন্টের কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের দিন ঘোষণা করা হল। পাশাপাশি, জানানো হল ক্লাস শুরুর দিনক্ষণও। বৃহস্পতিবার এ সংক্রান্ত সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি)।
২০২৫-’২৬ শিক্ষাবর্ষে দশমের পর একাদশ শ্রেণিতে যাঁরা বৃত্তিমূলক এবং স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স করতে চান, তাঁদের ক্লাস শুরু হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন বিষয়ের কোর্স করানো হয়, সেখানে জুলাই মাসের মধ্যে পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শেষ করতে হবে।
একই সঙ্গে জানানো হয়েছে, ডব্লিউবিএসসিটিভিইএসডি অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে বৃত্তিমূলক বা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু হবে জুনের প্রথম সপ্তাহে।
আরও পড়ুন:
বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ৬৩টি বিষয় পড়ানো হয়। তার মধ্যে বৃত্তিমূলক বিষয় ১৬টি। রাজ্যে ডব্লিউবিএসসিটিভিইএসডি অধীনস্থ একাধিক স্কুল ও কলেজে পড়ুয়ারা আইটি, অটোমোবাইল, রিটেল, সিকিওরিটি, হেলথকেয়ার, ইলেক্ট্রনিক্স, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অর্গানাইজ়ড রিটেলিং এবং ট্যুরিজ়ম ও হসপিটালিটির মতো বিষয়গুলি পড়ার সুযোগ পান।
কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারেনন মাধ্যমিক উত্তীর্ণেরা। এই সব কোর্স করা থাকলে পড়ুয়ারা ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন কলেজে পলিটেকনিক নিয়ে উচ্চশিক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিভোক এবং অন্য বিষয়ে স্নাতক কোর্স করতে পারেন।