বিভিন্ন উচ্চপদস্থ পদে চাকরির সুযোগ রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, নিযুক্তদের কলকাতা-সহ দেশের অন্য শহরে পোস্টিং দেওয়া হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।
সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার (ওশান এক্সপার্ট), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন্স এবং ফিকো ফাংশনাল) এবং ম্যানেজার (ম্যানুফ্যাকচারিং) পদে। মোট শূন্যপদ পাঁচটি। নিযুক্তদের লজিস্টিক্স সার্ভিসেস, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এবং কর্পোরেট (আইটি) বিভাগে কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে।
সিনিয়র ম্যানেজার (ওশান এক্সপার্ট), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন্স এবং ফিকো ফাংশনাল) এবং ম্যানেজার (ম্যানুফ্যাকচারিং) পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪০, ২৭ এবং ৩৭ বছর। পদের ভিত্তিতে, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা থেকে ৭০,০০০-২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
সিনিয়র ম্যানেজার (ওশান এক্সপার্ট) পদে আবেদনকারীদের দু’বছরের এমবিএ বা ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ১১ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। একই ভাবে, অন্য পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।