রাজ্য সরকার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরদের কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিযুক্ত ব্যক্তিকে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল-২) নেওয়া হবে। ন্যাশনাল লাইভস্টক মিশন, কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ়, অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি অ্যান্ড ডেয়ারিং-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জ়ুলজি/বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বায়োটেকনোলজি অথবা মলিকিউলার বায়োলজির ল্যাবরেটরি সংক্রান্ত বিষয়ে কাজ জানা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৭ জুন বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। কী কী নথি প্রয়োজন তা জানতে প্রথমে আগ্রহী প্রার্থীকে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।