কোলাঘাটের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ অধ্যাপক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কলেজের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সাতটি বিষয়ের জন্য সহকারী অধ্যাপক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, গণিত, ইংরেজি, ম্যানেজমেন্ট, বায়োলজি এবং রসায়ন পড়াতে হবে। প্রতি মাসে ৩৯ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিভাগ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৮,৮০০ টাকা ২০ হাজার টাকার মধ্যে বেতন হবে।
প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কোলাঘাটের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এর (www.cemkolaghat.in) ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।