ভারতীয় শাসনব্যবস্থায় ব্রিটিশ প্রভাব মুছে ফেলতে ফৌজদারি আইনের খোলনালচে বদলে দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি-র পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি-র পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও এভিডেন্স অ্যাক্টের জায়গায় ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর করা হয়েছে। নতুন আইনের ধারা নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুড়িডিক্যাল সায়েন্সেস।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিচারব্যবস্থায় নতুন আইন প্রণয়নের পর কী কী বিষয়ে পরিবর্তন এসেছে, তা শেখাতেই বিশেষ ক্লাস করানো হবে। আইনজীবী, পুলিশ, ফরেন্সিক বিশেষজ্ঞ, গবেষক, আইনের পড়ুয়ারা ওই ক্লাসে যোগদান করতে পারবেন।
আরও পড়ুন:
এ ছাড়াও ডিজিটাল যুগে তদন্তের কাজ কী ভাবে এগোতে পারে, ময়না তদন্তের কাজে সাইবার দুনিয়ার তথ্য কী ভাবে ব্যবহার করা হয়ে থাকে— এই সমস্ত বিষয় শেখার সুযোগ পাবেন যোগদানকারীরা।
মোট ৬৫জনকে নিয়ে ক্লাস করানো হবে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস-এর ক্যাম্পাসে। আগ্রহীরা অনলাইনে ৩১ জানুয়ারির মধ্যে আবেদনের সুযোগ পাবেন। ফি হিসাবে ৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। তবে, লেট ফি-সহ আবেদনের সুযোগ থাকবে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।