বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)-র ভর্তি প্রক্রিয়া। বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৫-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সের মেয়াদ দু’বছর। পাঠক্রমটি মোট চারটি সেমেস্টারে ভাগ করে পড়ানো হবে। প্রতি সেমেস্টারে কোর্স ফি ২০ হাজার টাকার বেশি। দু’বছরে মোট ফি-র পরিমাণ ৯৫,০৫০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের তরফে এই কোর্স করানো হবে। এ জন্য মোট ৬০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। রাজ্য সরকারি নিয়ম মেনে কিছু আসন রাখা হবে সংরক্ষিতদের জন্যও।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সে ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সায়েন্সের মতো নানা বিষয়। করা যাবে ডুয়াল স্পেশালাইজ়েশনও।
যাঁরা কলা/ বিজ্ঞান/ বাণিজ্য/ ম্যানেজমেন্ট/ মেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ আইনে স্নাতকোত্তর বা বিটেক/ এমটেক কোর্সে ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অগ্রাধিকার।
প্রাথমিক ভাবে মেধার ভিত্তিতে যোগ্যতা নির্ণয় আগ্রহীদের মূল্যায়ন করা হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।