শনিবারই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ইন্টারভিউয়ের তালিকা। সেই সঙ্গেই ঘোষণা করা হবে পরিবর্তিত নথিযাচাইকরণের দিন। প্রাথমিক ভাবে ১৭ নভেম্বর কেন্দ্রীয় ভাবে এই নথিযাচাই করার কথা ছিল। কিন্তু মনে করা হচ্ছে এই প্রক্রিয়া ১৮ নভেম্বর থেকে শুরু করা হবে।
গত ৭ নভেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ করেছে এসএসসি। প্রার্থীরা প্রাপ্ত নম্বর জানতে পেরেছেন। এই তালিকা প্রকাশের মাধ্যমে তাঁরা জানতে পারবেন কারা ডাক পাচ্ছেন ইন্টারভিউয়ে।
আরও পড়ুন:
সংশোধিত শূন্যপদের তালিকা এসএসসি-র হাতে আসতে বিলম্ব হওয়ায় নথিযাচাইকরণ প্রক্রিয়া চালু হতেও বিলম্ব হবে। বিকাশ ভবনের তরফ থেকে চূড়ান্ত শূন্যপদের তালিকা এসএসসি-র হাতে পৌঁছেছে বৃহস্পতিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, “ইতিমধ্যেই আমরা সংশোধিত শূন্যপদের তালিকা আচার্য সদনে পাঠিয়ে দিয়েছি। শেষ পর্যায়ের কাজ করছে। শনিবারের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে।”
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় যে শূন্যপদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তা সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, ঘোষিত শূন্যপদের সংখ্যা ৬৯ টি কমে গিয়েছে। আগে শূন্যপদের সংখ্যা ছিল ১২,৫১৪। এই নতুন শূন্যপদ দাঁড়িয়েছে ১২,৪৪৫-এ।