Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Yantra India Limited

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে মাধ্যমিক পাশে ৫৩৯৫টি শূন্যপদে শিক্ষানবিশ নেবে, রইল বিস্তারিত

আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে।

চাকরির সুযোগ।

চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৭:০০
Share: Save:

মাধ্যমিক পাশ, কাজের খোঁজ করছেন? যেতে পারেন যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে। মোট ৫৩৯৫টি শূন্যপদে ট্রেড শিক্ষানবিশ প্রশিক্ষণ দিতে চলেছে এই সংস্থা। প্রশিক্ষণের সঙ্গে দেওয়া হবে বৃত্তিও। রাজ্যের ইচ্ছাপুর, দমদম-সহ দেশের বিভিন্ন জায়গায় এই কাজের স্থান হবে।

আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) এবং নন আইটিআইটি বিভাগে ট্রেড শিক্ষানবিশ নেওয়া হবে। ৩৫০৮টি শূন্যপদ রয়েছে আইটিআইতে এবং ১৮৮৭ জন নন আইটিআইটি বিভাগে নিযুক্ত হতে পারবেন।আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে। নন আইটিআই বিভাগে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার। আইটিআই বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক পাশের সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করা যাবে। ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE