মহেন্দ্র সিংহ ধোনি নন, প্রথম টেস্টে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন বিরাট কোহলিই। তবে যাবতীয় জল্পনা কাটিয়ে অ্যাডিলেড টেস্টে অজিদের নেতৃত্বে থাকবেন মাইকেল ক্লার্ক। মঙ্গলবার ভারতীয় ব্রিগেডের নেতৃত্ব নিয়ে মুখ খোলেন কোহলি। অ্যাডিলেড টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “হ্যাঁ। আগামিকালের ম্যাচে আমিই দায়িত্বে থাকব।” এর আগে ওয়ান ডে-তে অধিনায়কত্ব করলেও এই প্রথম পাঁচ দিনের ফর্ম্যাটে দায়িত্বে কোহলি। অন্য দিকে, প্রথম টেস্টের ১৩তম সদস্য হিসেবে সদ্যপ্রয়াত হিউজের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
ফিল হিউজের অকালমৃত্যুতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের সূচি পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে গত ৪ ডিসেম্বর ব্রিসবেনের পরিবর্তে আগামিকাল অ্যাডিলেড টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।
দল নির্বাচনের সময় প্রথমে ধোনির বদলে ব্রিসবেন টেস্টে কোহলির অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু ক্রীড়াসূচি পরিবর্তিত হওয়ার পরে মনে করা হয়েছিল এই অতিরিক্ত সময়ের মধ্যে হাতের চোট সারিয়ে অ্যাডিলেডে নামবেন ধোনিই। সেই মতো গত শনিবারেই দলের সঙ্গে যোগ দেন তিনি। কিন্তু প্রথম টেস্টের আগে চোট না সারায় সেই কোহলির কাছেই দায়িত্ব এসে পড়ল।
তবে প্রথম বার দলের দায়িত্ব পেয়ে নিজের ব্যাটিংয়ের মতোই আত্মবিশ্বাসী কোহলি। প্রথম ম্যাচ থেকেই দল যে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে তৈরি তা জানিয়েছেন তিনি। তবে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হলেও টেস্ট অধিনায়কত্বেও নিজস্ব ছাপ রাখতে চান বিরাট। নিজের খেলার মতোই তাঁর অধিনায়কত্বেও সেই ঝাঁঝ থাকবে বলে জানিয়েছেন তিনি।