এক মাসের মধ্যে ফের টালিগঞ্জের এক অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকায় বাড়ির কাছের এক পুকুর থেকে উদ্ধার হল সিরিয়ালের পরিচিত মুখ রনি চক্রবর্তীর দেহ। তবে জলে ডুবেই ওই অভিনেতার মৃত্যু হয়েছে কি না তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
রনির পারিবারিক সূত্রের খবর, প্রতি দিনের মতো শুক্রবার শ্যুটিং সেরে জিমে যান ওই অভিনেতা। পরে রাত একটা নাগাদ বাড়ির কাছের একটি পুকুরে যান সাঁতার কাটতে। সেই সময়ে রনির সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও। বেশ কিছু ক্ষণ পর পুকুর থেকে রনি না ওঠায় বাড়িতে খবর দেন ওই দুই বন্ধু। ঘটনাস্থলে আসেন রনির বাবা। খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায়। থানা থেকে ডুবুরি নিয়ে শুরু হয় তল্লাশি। পুকুরের পাড় থেকে উদ্ধার হয় রনির মোবাইল, জামা এবং মোটরবাইক। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের অন্য পাড়ের একেবারে কাছে জলের তলা থেকে উদ্ধার হয় রনির দেহ। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে এম আর বাঙুর হাসপাতালে।
কিন্তু কী ভাবে মারা গেলেন ওই অভিনেতা?
‘জলনূপূর’ সিরিয়ালের সেটে রনি।
রনির পরিবার সূত্রে খবর, বেশ ভাল সাঁতার জানতেন তিনি। ফলে জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা প্রায় নেই বলেই দাবি তাঁদের। রনির বাবার দাবি, পুকুরে নামার পর হৃদ্রোগে আক্রান্ত হয়েও মত্যু হতে পারে তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
গত মাসের ৯ তারিখ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। এর এক মাসের মধ্যে ফের এক অভিনেতার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিগঞ্জের স্টুডিওপাড়ায়।