Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মালদহে সহকর্মীর গুলিতে নিহত এক বিএসএফ জওয়ান, আহত ৩

সহকর্মীর ছোড়া গুলিতে নিহত হলেন এক বিএসএফ জওয়ান। আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার সকালে মালদহের বৈষ্ণবনগরের এক বিএসএফ ক্যাম্পে। মালদহ সেক্টরের বিএসএফ-এর ডিজি রাজ সিংহ রাঠৌর জানিয়েছেন, হামলাকারী ওই জওয়ান ফরাক্কার কাছে ১৭ মাইল এলাকায় ২০ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯
Share: Save:

সহকর্মীর ছোড়া গুলিতে নিহত হলেন এক বিএসএফ জওয়ান। আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার সকালে মালদহের বৈষ্ণবনগরের এক বিএসএফ ক্যাম্পে। মালদহ সেক্টরের বিএসএফ-এর ডিজি রাজ সিংহ রাঠৌর জানিয়েছেন, হামলাকারী ওই জওয়ান ফরাক্কার কাছে ১৭ মাইল এলাকায় ২০ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে খবর, এ দিন সকালে অভিযুক্ত জওয়ানের সঙ্গে তাঁর সহকর্মীদের বচসা শুরু হয়। সেই সময় আচমকাই নিজের ইনসাস রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হেড কনস্টেবল মুলচাঁদের। আহত হন তিন জওয়ান সুরেন্দ্র কুমার, জামাল খান এবং এস কে প্রভাকর। তাঁদের উদ্ধার করে মালদহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত জওয়ান। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি জানান। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে বচসার কারণেই এই ঘটনা বলেছে বলে মনে হচ্ছে। তবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এ দিন আহত জওয়ানদের দেখতে হাসপাতালে যান ডিজি রাঠৌর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

malda bsf jawan firing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE